কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে তার কার্যালয়ে কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাংবাদিক মোস্তাফিজুর রহমান মঞ্জু, হাসান আলী, তারিকুল হক তারিক, তৌহিদী হাসান, শরীফ বিশ্বাস প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বলেন মাদক নির্মূল কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশের পাশপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ‘স্বচ্ছতা নিয়ে কাজ করতে এসেছি। জনসেবা করতে এসেছি। নির্ভেজাল সেবা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চাই। নির্যাতন বা হয়রানিমূলক কোনো কিছু হবে না। পুলিশিং সেবা জোরদার করা হবে। সর্বত্র পুলিশ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। নির্ভেজাল পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে। মাদক-সন্ত্রাস ও চোরাচালানে রোধে পুলিশের অবস্থান হবে জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, থাকবে। এতে সবার সহযোগিতা চাই।
নবাগত পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ জুলাই ২০২৩

Discussion about this post