কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ফল ব্যবসায়ী কল্যান সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মজমপুর গেট সংলগ্ন কসবা মার্কেটে এ দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল মেম্বার। সম্মেলনে সকলের উপস্থিতি ও সম্মতিক্রমে সভাপতি মেজবাহ রহমান (প্রত্যাশা ফল ভান্ডার), সহ সভাপতি একে আজাদ সায়েম (আল্লাহর দান ফল ভান্ডার), সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ( বিনিময় ফল ভান্ডার), যুগ্ন সাধারণ সম্পাদক কোরমান আলী (ফলের মেলা ফল ভান্ডার), সাংগঠনিক সম্পাদক মিঠুন আলী (দয়াল বাবা ফল ভান্ডার), যুগ্ন সাংগঠনিক সম্পাদক মো:ইশারত আলী(শিতল ফল ভান্ডার), কোষাধ্যক্ষ মো: জামির (আকাশ ফল ভান্ডার), সহকারী কোষাধ্যক্ষ মো: আরিফুল ইসলাম (নিউ বিনিময় ফল ভান্ডার), প্রচার সম্পাদক মো: মানিক মৃধা (বিসমিল্লাহ ফল ভান্ডার), যুগ্ন প্রচার সম্পাদক মোঃ আশরাফুল হক নয়ন (রেজা ফল ভান্ডার), ক্রিয়া সম্পাদক মো:সজীব (কুষ্টিয়া ফল ভান্ডার), মো:জিল্লুর রহমান (ইনসাফ ফল ভান্ডার), মো:জিয়াউর রহমান (নিউ দয়াল বাবা ফল ভান্ডার), ধর্মীয় সম্পাদক মোঃ কাবিল (ফলের মেলা ফল ভান্ডার), মো: আলামিন (মেসার্স ফাতেমা ফল ভান্ডার), দপ্তর সম্পাদক মোঃ সালাউদ্দিন টিপু (অধরা ফল ভান্ডার), মো: মফিজুর রহমান (তোয়া-খাদিজা ফল ভান্ডার)। এছাড়াও কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, মো: মজিবর রহমান (আল্লাহ ভরসা ফল ভান্ডার), আমিরুল প্রামাণিক(নিউ মায়ের দোয়া ফল ভান্ডার), মোঃ কালু প্রামানিক (সানজিদ ভল ভান্ডার), মো: জনি মন্ডল(জিসান মন্ডল), মোঃমিজানুর রহমান ( মেহেদী ফল ভান্ডার), মোঃ শাজাহান শেখ(সাজিদ আফসানা ফল ভান্ডার), মো: আতিয়ার রহমান ( কুষ্টিয়া ফল ভান্ডার) কে সদস্য করে দুই বছর মেয়াদী নবগঠিত কমিটি ঘোষনা করা হয়। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে নব নির্বাচিত কমটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় কুষ্টিয়া ফল ব্যবসায়ী কল্যান সমিতির নেতৃবৃন্দ। পরিশেষে লটারী ও দোয়া মোনাজাতের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post