Print Date & Time : 17 July 2025 Thursday 8:09 pm

কুষ্টিয়া ফিল্ম সোসাইটির জরুরি সভা

কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় অবস্থিত মেহেরজান ডাইনিং রেস্তোরাঁয় কুষ্টিয়া ফিল্ম সোসাইটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া ফিল্ম সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ প্রধান অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললের পরিচালনায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহসভাপতি অ্যাডভোকেট আগা মশিউর রহমান মৃদুল, যুগ্ম সম্পাদক রাফায়েল হক অঙ্কন, সাংগঠনিক সম্পাদক অর্ঘ্য বিশ্বাস।

এছাড়ায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ রাজু আহমেদ জয়, দপ্তর সম্পাদক মোহাম্মদ পল্লব আলী, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সোহান, ইশরাক আহমেদ আলিফ, তন্বী খাতুন, তামান্না হক মিমি, সাধারন সদস্য  সৈয়দা তামান্না, মাহিয়া ইসলাম মৌ, সাকিব আহমেদ।

সভায় পরবর্তী মাসিক সভা ১৯ নভেম্বর এবং নেতৃত্ব, চলচ্চিত্র ও চলচ্চিত্র আন্দোলন বিষয়ক কর্মশালা এ মাসেই আয়োজন এর সিদ্ধান্ত নেওয়া হয়।

বা// দৈনিক দেশতথ্য// ১৫ নভেম্বর//