Print Date & Time : 13 May 2025 Tuesday 11:33 am

কুষ্টিয়া বাইপাসে তেল চোরদের দৌরাত্ম্য

কুষ্টিয়ার বটতৈল বাইপাস এলাকায় বেড়েই চলেছে তেল চোরদের দৌরাত্ম্য। সকাল থেকে গভীর রাত অবদি চলে ট্রাকের তেল চুরির মহোৎসব। আর এই তেল চুরি সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছে স্থানীয় আসিফ নামের এক মধ্যবয়সী যুবক।

সরেজমিনে গত রোববার দুপুরের পর বটতৈল বাইপাসের জগতি সুগার মিল এরিয়াতে দেখা মেলে এই চোর চক্রের। আল্লারদরগা বাজারের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান নূরুজ্জামান বিশ্বাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি ট্রাক থেকে তেল চুরি করে বিক্রি চলছে।

ট্রাকের ড্রাইভার সুজন প্রতি লিটার ১শ ৫টাকা দরে আনুমানিক ১০লিটার তেল বিক্রি করেছেন। তিনি ১০লিটার তেল বিক্রির কথা স্বীকার না করলেও তেল বিক্রির কথা স্বীকার করেন। আর এই তেল কিনে থাকেন স্থানীয় এক মধ্যবয়সী যুবক। তার নাম আসিফ। তিনি চুরির তেল কেনার কথা স্বীকার করে বলেন, আমার লাইনঘাট আছে আমি করি। আমার নিজের এলাকায় নিজের জমিতে এই কাজ করছি। তাছাড়া এই আসিফ, সংবাদ সংগ্রহকারী সাংবাদিকের উপর চড়াও হন। সেসময় তিনি সাংবাদিককে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করেন। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, এই আসিফ নিজেকে বড় মাস্তান ভাবেন। মূলত দীর্ঘদিন ধরে সে তেল চুরির সাথে জড়িত। তাছাড়া মানুষের মাঝে ভীতি প্রদর্শন করতে তাকে বেশ কয়েকবার অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। স্থানীয় হিসাবে প্রভাব খাটিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন আসিফ। তেল চুরি করে বিক্রির কারণে অনেক ট্রাক মহাজন নিঃস্ব হয়ে গেছে। আবার অনেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। মহাসড়কে তেল চুরি বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন তারা।

এক ট্রাক ড্রাইভার জানান, প্রতিদিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে এই তেল চুরির ব্যবসা। গড়ে প্রতিদিন কয়েক হাজার লিটার তেল চুরি করে বিক্রি করা হয় এখানে। আর চুরির তেল কিনে থাকেন আসিফ সহ আরো বেশকয়েকজন। তবে আসিফ চুরির তেল কেনার বড় ডিলার।
এই ব্যাপারে নূরুজ্জামান বিশ্বাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা আব্দুল আলিম তেল চুরির ভিডিওটি পাঠানোর জন্য অনুরোধ করেন। সেই সাথে অভিযুক্ত ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১০,২০২২//