Print Date & Time : 6 September 2025 Saturday 6:22 pm

কুষ্টিয়া মহাশ্মশানে বৃ ক্ষ রোপন কর্মসূচি

হিন্দু সৎকার সংস্থা কর্তৃক কুষ্টিয়া মহাশ্মশান এর অন্তোষ্টিক্রিয়া প্রাঙ্গনে শোভাবর্ধন কল্পে তুলসী বাগান ও  ২৫০ এর  অধিক  বৃক্ষ রোপন করা হয়েছে। দেশমাতৃকার ও জগতের মঙ্গল কামনায় প্রবিত্র গীতা পাঠ, ধর্মালোচনা,  অমৃত  গোবিন্দভোগ সেবা সকল স্তরের মানুষ কে নিয়ে বৃক্ষ রোপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপত্বিত করেন হিন্দু সৎকার সংস্থা ,এইচ .এস .এস এর প্রতিষ্ঠাতা সভাপতি বাবু প্রশান্ত কুমার বিশ্বাস। বিশেষ অথিতি ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন সান্যাল, বিজ্ঞ আইনজীবী সুব্রত চক্রবর্তী, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী গৌতম চাকি, জগৎ কুমার  ঘোষ (কাউন্সিলর ১০ নম্বর ওয়ার্ড, কুষ্টিয়া পৌরসভা) ,  তিতাস দাস নির্বাহী কর্মকর্তা গ্রামীণফোন কুষ্টিয়া  ও আরো সমাজের মহৎ প্রাণ বিশিষ্ট ব্যাক্তি বর্গ  l 

হিন্দু সৎকার সংস্থার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র ঘোষ বলেন এই সংগঠন টি করোনা  মহামারীর মধ্যে প্রতিষ্ঠা করা হয়। তারা করোনায় মৃতদের শবদেহ সৎকারের মাধ্যমে তাদের মানবিক অধ্যায়ের সূচনা করে। তারা অসহায় দরিদ্রদের  মাঝে বস্ত্র বিতরণের মাধ্যমে , সমাজে সংস্কার ,সচেতনতা বৃদ্ধি মূলক বৈদিক কর্মসূচি।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২০,২০২২//