কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সমাজসেবা কার্যক্রম (রোগীকল্যাণ সমিতির) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও রোগীকল্যাণ সমিতির সভাপতি ডা: আবদুল মোমেনের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের সেক্রেটারী ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আজগর আলী।
সদস্য সচিব ও হাসপাতাল সমাজসেবা অফিসার মো: মাহমুল হাসিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের, সাবেক উপ-পরিচালক নজরুল ইসলাম, রোগীকল্যাণ সমিতির সহ-সভাপতি বিজ্ঞ জিপি এ্যাড. আস. ম আক্তারুজ্জামান মাসুম, সদস্য এ্যাড. খন্দকার শামস তানিম মুক্তি, কুষ্টিয়া শহর সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, কুষ্টিয়া শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি গোলাম মোস্তফা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ডা: এস এম মুসা কবীর,
ডা: আসমা জাহান লিজা, কাজী রেজাউল আলম, মিসেস সাজেদা হোসেন, জেএম নাজিমুদ্দিন আক্কেল, এ্যাড. শংকর কুমার মজুমদার, মাহজাবীন মাহমুদ টুসী, আজীবন সদস্য এম লিটন-উজ-জামান, মীল আল আরেফীন বাবু, এসএম জামাল প্রমুখ।
সভায় জানানো হয়, স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অর্ডিন্যান্স’ এর আওতায় নিবন্ধিকৃত। সংগঠনটি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট সমাজকর্মী, দানশীল ও বেসরকারি ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত।
সভায় আরও জানানো হয়, সমাজসেবা অধিদফতরের আওতায় রোগীকল্যাণ সমিতির পক্ষ থেকে দুঃস্থ্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রোগীরা হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে চিকিৎসা পেয়ে যাচ্ছে। আগামীতেও যেন আরও বেশি বেশি দরিদ্র অসহায় রোগীরা এই চিকিৎসা সেবা পেতে পারেন এজন্য কুষ্টিয়ার বিভিন্ন বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
সভায় রোগীকল্যাণ সমিতির উপদেষ্টা, আজীবন সদস্যবৃন্দ, সাধারন সদস্যবৃন্দ, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
জা// দৈনিক দেশতথ্য// ২৯ অক্টোবর, ২০২২//

Discussion about this post