Print Date & Time : 24 August 2025 Sunday 7:10 am

কুষ্টিয়া শহরে ফুটপাত দখল করে ফুল ব্যবসা

কুষ্টিয়ায় ফুটপাত দখল করে ফুলের দোকান বসানো হয়েছে। এতে পথচারীদের চলাফেরা অসুবিধা হচ্ছে। এমনই একটি দৃশ্য কুষ্টিয়া এনএস রোডের থানা মোড়ের মিন্টু ফুলঘরের। ফুটপাত দখলমুক্ত করতে কুষ্টিয়া পৌরসভা একাধিকবার মাইকিং ছাড়াও অভিযান চালিয়েছে। তারপরও আমলে নিচ্ছে না ফুল ব্যবসায়ীরা। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল যথাযথ কর্তৃপক্ষের নিকট কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। 

এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১৫,২০২৩//