
কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান রুবেল সোমবার ০৩/০৭২০২২ ইং তারিখ রাত আনুমানিক ৯টার সময় কুষ্টিয়া সিঙ্গার মোড় হতে নিখোঁজ হয়েছেন। হাসিবুর রহমান রুবেল অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক। সেই সাথে দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাত আনুমানিক ৯টার সময় তার একটি ফোন এলে অফিস পিয়নকে আসছি বলে বের হন। এর কিছুক্ষণ পর হতে রুবেলের ফোন বন্ধ দেখাতে শুরু করে। অনেক খোঁজা খুঁজি করে কোথাও পাওয়া না গেলে পরিশেষে ঐ রাতেই কুষ্টিয়া মডেল থানায় মিসিং জিডি করা হয়। যার জিডি নং- ২০৩। তারিখ ০৩/০৭/২২ইং।
এই বিষয়ে আজ সোমবার কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া জেলা সরাইবার ক্রাইম ইউনিট ও র্যাব অফিসের শরণাপন্ন হন তার পরিবারের লোকজন। এখন পর্যন্ত তার কোন সন্ধান না পাওয়ায় রুবেলের পরিবারসহ তার সহকর্মীরা ভেঙে পড়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৪, ২০২২//