কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিসে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ভূমি বিষয়ক সকল সমস্যা নিরসনের লক্ষ্যে কাজ করছে কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস। ভূমি বিষয়ক যেকোন সমস্যা নিরসনে দালালের কাছে না গিয়ে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করতে হবে। অনলাইন সিস্টেমে আবেদনকারী সকলের কাছে মোবাইলের মাধ্যমে বার্তা যায়।
সে অনুযায়ী ভূমির মালিকদেরকে তাদের যথাযথ কাগজপত্র-দলিলাদি সংরক্ষন করতে হবে। সঠিক তথ্য জানা থাকলে, কেউ কোন প্রকার ক্ষতিগ্রস্থ বা হয়রাণির হবে না। আজ ০৬ নভেম্বর সকালে কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুষ্টিয়ার যৌথ উদ্যোগে গণশুনানীতে কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ভ‚মিসেবা জনগনের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি।
গণশুনানী পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সনাকের সহ-সভাপতি মিজানুর রহমান লাকী, সদস্য তারিকুল হক তারিক, সুভাশীষ সাহা খোকন, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো: রায়হানুল ইসলামসহ, এ্যাকটিভ সিটিজেন গ্রূপ (এসিজি) ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রূপের সদস্যবৃন্দ।
গণশুনানীতে অংশগ্রহনকারী সকলের দলিলাদি পর্যবেক্ষন করে তাৎক্ষনিকভাবে নিস্পত্তি করা হয়। প্রায় শতাধিক সেবাগ্রহিতা গণশুনানীতে অংশগ্রহন করেন।
গণশুনানীর পাশাপাশি ভূমি বিষয়ক সমস্যা নিরসনে ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শকেন্দ্রে মিউটেশন, ই-মিউটেশন, মিউটেশন ফি, ভূমি উন্নয়ন কর ও করের হার, মিস কেস, অনলাইনে নামজারির আবেদনে ধাপসমূহ প্রভৃতি অবহিত করা হয় ও সেবাগ্রহিতাদের মধ্যে উপজেলা ভূমি অফিস, কুষ্টিয়া সদর-এর সেবা সম্পর্কিত তথ্যপত্র বিতরণ করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ নভেম্বর ২০২৩

Discussion about this post