কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান।
কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিকের সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন এর সভাপতিতে বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিকলী কেন্দ্র কমিটির সহ-সভাপতি মেহেরুন্নেসা বিউটি।
সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা আলী খান, হামিদুল ইসলাম, সাইনুল ইসলাম লেবু, সহ-সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন, শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, তরিকুল হাসান মিন্টু, কুমারখালী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠান পরিচালনা করেন সদর থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন রানা।
স্বাগত বক্তব্য রাখেন, সদর থানা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মাহবুব হোসেন সবাই আরো বক্তব্য রাখেন হরিপুর ইউনিয়ন শ্রমিক লীগের মোঃ টোকেন হোসেন বটত ল শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আবু বক্কর সাধারণ সম্পাদকের ফয়জুল হোসেন আলমপুর উজানগ্রাম হরিনামপুর ইউনিয়নের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় নেতৃবৃন্দ বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আমাদের সকলকে কাজ করে যেতে হবে এবং সরকারের উন্নয়ন গুলো আমাদেরকে তুলে ধরতে হবে ।
বর্ধিত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সদর থানার শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং ১৩ টা ইউনিয়ন শ্রমিক লীগ কমিটি গঠন কুষ্টিয়া পৌরসভার ২১ টি ওয়ার্ডের শহর শ্রমিক লীগকে ওয়ার্ড কমিটির গঠনের দায়িত্ব দেওয়া হয়।
আগামী এক মাসের মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে একজন জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়। আগামী নির্বাচনে স্ব স্ব ইউনিয়ন ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন। মহিলা শ্রমিকলীকে আগামী এক মাসের মধ্যে ছয়টি থানায় মহিলা শ্রমিক লীগের কমিটি গঠন ও বর্ধিত সভার করার জন্য দায়িত্ব দেওয়া হয়।
দৈনিক দেশতথ্য//এইচ/