Print Date & Time : 29 July 2025 Tuesday 4:56 am

কুষ্টিয়া সদর থানার কার্যক্রম শুরু সদর ফাঁড়িতে

নিজস্ব প্রতিবেদক: গেল কয়েক দিনের নীরবতা ভেঙে কাজে যোগ দিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। 

১২ আগষ্ট সকালে কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়িতে অস্থায়ী কার্যালায়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। 

বিক্ষুব্ধ জনতার দেওয়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের জঞ্জাল পরিষ্কার করে তাদের এ যোগ দেওয়াকে অনেকেই সাধুবাদ জানিয়েছে। 

তবে কুষ্টিয়া মডেল থানার সংষ্কার কাজ শেষ না হওয়ায় কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়িতে অস্থায়ী কার্যালায়ে সদর থানার কার্যক্রম শুরু করেছে। কেউ কেউ গিয়ে পুলিশ সদস্যদের ফুল দিয়েও বরণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন,কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মজাদার সহ প্রমুখ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১২ আগষ্ট  ২০২৪