Print Date & Time : 28 July 2025 Monday 1:01 am

কুষ্টিয়া সনাকের জেন্ডার ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ

কুষ্টিয়া সনাকের জেন্ডার ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ নভেম্বর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি), কুষ্টিয়া-এর প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়া-এর আয়োজনে জেন্ডার ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 সনাক এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি আসমা আনসারী মিরু, সদস্য তারিকুল হক তারিক, সুভাশীষ সাহা খোকন। 

প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলাম। প্রশিক্ষনে জেন্ডার, সামাজিকীকরন প্রক্রিয়া, নারীর ক্ষমতায়ন, সুশাসন ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। প্রশিক্ষণে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, কুষ্টিয়ার মোট ৩২ জন সদস্য অংশগ্রহন করেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ নভেম্বর  ২০২৩