নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সনাকের প্যাক্টঅ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র আয়োজনে পার্টিসিপেটরি অ্যাকশান অ্যাগেইনস্ট করাপশন; টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের আওতায় প্যাক্টঅ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সনাক-টিআইবি কুষ্টিয়া কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সনাক এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সনাক সভাপতি আসমা আনসারী মীরু, সাবেক সভাপতি মোঃ রফিকুল আলম টুকু, সাবেক সহ- সভাপতি মিজানুর রহমান লাকী প্রমূখ। প্রশিক্ষণে প্রতিষ্ঠান ভিত্তিক কমিউনিটি মনিটরিং এর জন্য প্যাক্টঅ্যাপ ব্যবহার সম্পর্কিত সকল প্রায়োগিক ও কৌশলগত এবং ব্যবহারিক বিষয়, প্রাতিষ্ঠানিক তথ্য ফরমের বিবরণ, তথ্য সংগ্রহ, এন্ট্রি প্রক্রিয়া, অফলাইন-অনলাইন ফিচারসমূহ, আইকন, ম্যাপে অবস্থান ও নির্দেশনাসমূহ, সমস্যা চিহ্নিতকরণ, বাছাই প্রক্রিয়া, সমস্যা সমাধানে পদক্ষেপসমূহ বাছাই ও নির্ধারণ প্রক্রিয়াসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। সমাপণী বক্তব্যে সনাক সভাপতি আসমা আনসারী মীরু বলেন, অ্যাপভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদের নিজেদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং অ্যাডভোকেসী কার্যক্রমে সহায়ক হিসেবে কাজ করবে।
প্রশিক্ষণে সনাকের অ্যাকটিভ সিটিজেন গ্রুপের ৩৯ জন সদস্যসহ ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রæপের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলাম।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ সেপ্টেম্বর ২০২৪

Discussion about this post