কুষ্টিয়া প্রতিনিধি: দীর্ঘদিন ধরে প্রভাবশালী চক্রের হাতে কুক্ষিগত কুষ্টিয়া জেলা সমাজ সেবা কার্যালয়ের সমন্বয় পর্ষদের আংশিক ভোটার তালিকায় ঘোষিত নির্বাচনী তফশিল বাতিল করে পূর্ণাঙ্গ ভোটার তালিকাসহ তফশিল ঘোষানার দাবিতে মানব বন্ধন করেছে বাদপড়া বা বঞ্চিত ভোটার সদস্যরা।
সোমবার বেলা ১১টায় জেলা সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ের সামনে এই মানব বন্ধন করেন তারা। এমসয় আন্দোলনকারীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ এই দপ্তরটি নানাবিধ অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকায় এখানে ভালো মনের সদস্যদের বিতারিত করার হীন উদ্দেশ্যে আবারও উঠেপড়ে লেগেছে এখানকার কর্তাবাবুরা’।
তবে অভিযোগ অস্বীকার করে বলেন এখানে আংশিক বা পূর্নাঙ্গ বলার কোন সুযোগ নেই। তারা একটি লিখিত দরখাস্ত দিয়েছেন, সেটি দেখে সংযোজন বিয়োজন করার থাকলে তা করা হবে।
এসময় এ্যাড বরকত আলী মাজেদ বলেন, ‘২০১৮ সালে সর্বশেষ তিন বছর মেয়াদী সমন্বয় পরিষদের নির্বাচন হয়। এরপর থেকে অদ্যবধি আজ পর্যন্ত পূর্ববর্তী কমিটি এবং এই অফিসের কর্তাবাবুরা আর নির্বাচন না দিয়ে তাদের পছন্দের মনোনীত লোজনকে রেখে ইচ্ছেমতো সব করে যাচ্ছে।
পূর্বে মূল ভোটার তালিকায় যেখানে ১৬৫জন সদস্য ছিলো যার মধ্যে ৯০ জনই ছিলো আর্থিক অনুদান প্রদান করত আজিবন সদস্য। অথচ কোন হীন উদ্দেশ্যে আজকে মাত্র ৬৫জন সদস্য দেখিয়ে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশসহ নির্বাচনী তফশিল ঘোষনা করে ?? আমরা এর যথাযথ জবাব চাই এবং অবিলম্বে পূর্নাঙ্গ ভোটার তালিকা প্রকাশসহ নতুন করে ভোটার তালিকা সংযোজন করে করে তফশিল ঘোষনা করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আগামীতে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে।
এবিষয়ে কুষ্টিয়া শহর সমাজ সেবা কার্যালয়ের সমন্বয় কমিটির পূর্ববর্তী সভাপতি গোলাম মোস্তফা বাচ্চু বলেন, উচ্চ আদালতের নির্দেশনা থাকায় এখন চাইলেই পূর্নাঙ্গ বা আন্দোলনকারীদের পছন্দমতো ভোটা তালিকা প্রস্তুতের সুযোগ নেই।
এহ/28/10/24/ দেশ তথ্য

Discussion about this post