Print Date & Time : 28 July 2025 Monday 11:30 pm

কুষ্টিয়া সরকারি কলেজে জমজমাট পিঠা উৎসব

খালিদ সাইফুল -বর্তমান প্রজন্মকে গ্রামবাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য নানা স্বাদের পিঠার পরিচয় করিয়ে দিতে বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করেছে কুষ্টিয়া সরকারি কলেজ। 

 বসন্ত বরণ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ১০ টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আনসার আলী, শিক্ষক পরিষদের সম্পাদক লাল মোহাম্মদ ও কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

দিনব্যাপী এ পিঠা উৎসবে একাদশ দ্বাদশের শিক্ষার্থীসহ অনার্সের প্রতিটি ডিপার্টমেন্টের একটি করে স্টল ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের স্টল সহ প্রায় ৩০টি  স্টলে বাহির নানা ধরনের পিঠা উঠেছিল প্রতিটি স্টলে। 

শহুরে জীবনের ব্যস্ততা কাটিয়ে অনেককে পিঠা উৎসবে এসে স্টল ঘুরে ঘুরে পিঠা খেতে দেখা গেছে। এ উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানে কলেজে শিক্ষার্থীরা অংশ নেয়। সৃষ্টি হয় উৎসবের আমেজ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ ফেব্রুয়ারী ২০২৪