Print Date & Time : 13 May 2025 Tuesday 10:02 pm

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে মত বিনিময় সভা

“বাল্য বিবাহকে না বলুন”এ প্রতিপাদ্য নিয়ে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, কুষ্টিয়া (ডিপিএফ) এর উদ্যোগে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর সাথে ভিডিও চিত্র প্রদর্শন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরকার এর অংশিদারীত্বে এবং ডিপিএফ কুষ্টিয়া নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ), কুষ্টিয়া কর্তৃক ৩০ মে,২০২২ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের কলা ভবনের ১০১ নম্বর কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম(ডিপিএফ),এর সভাপতি মোছাঃ মাহবুবা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম জালাল উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মীর মোশার রফ হোসেন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. আকলিমা খাতুন। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, বৃটিশ কাউন্সিলের পিফরডি প্রজেক্টের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ রেজবিউল কবির বিজভী, ডিপিএফ সদস্য শফিউল ইসলাম, স্বপন আখতার এবং বিভিন্ন শ্রেণীর ৩০০ এর অধিক শিক্ষার্থী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিপিএফ সদস্য রত্না বাগচী।

অনুষ্ঠানের শুরুতে মোঃ রেজবিউল কবির বিজভী ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ), এর বিভিন্ন কর্মকান্ড এবং বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলে ডিপিএফএর কার্যক্রমতুলে ধরেন। এরপর ড. আকলিমা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে চমৎকার ভাবে বাল্যবিবাহের সমস্যা ব্যাখ্যা করেন। তিনি বলেন একটি অপরিনত বয়সের মেয়ের জন্য এতবড় বোঝা বহন করা সত্যিই কষ্টকর। বিশেষ অতিথি প্রফেসর এ কে এম জালাল উদ্দীন ও মীর মোশার রফ হোসেন শিক্ষার্থীদের বাল্যবিবাহের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়ার কথা বলেন।

প্রধান অতিথি প্রফেসর শিশির কুমার রায় অত্যন্ত সুচারুভাবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে বাল্যবিবাহের সম্ভাবনা ও ঝুঁকির বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন যে মেয়েরা যদি সবসময় এ বিষয়ে সজাগ না থাকে তাহলে যে কোন সময় তারা বাল্যবিবাহের ফাঁদে পড়ে যেতে পারে। তিনি একজন নারী শিক্ষার্থীকে স্বাবলম্বী হওয়ার উপর জোর দেন। অতিথিদের আলোচনার শেষে মত বিনিময় সভার সভাপতি ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ),এর সভাপতি মোছাঃ মাহবুবা বেগম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ডিপিএফ এর এ ধরনের আয়োজনে সহযোগীতা করার জন্য অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর শিশির কুমার রায় স্যারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন রত্না বাগচী, সদস্য, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ), কুষ্টিয়া। আলোচনা সভার শেষে শিক্ষার্থীদেরকে ২৫মিনিটের একটি বাল্য বিবাহ বিরোধী নাটিকা প্রদর্শন করা হয় মাল্টিমিডিয়ার মাধ্যমে সার্বিক সহযোগিতায় ছিলেন পিফরডি প্রকল্পের কুষ্টিয়া ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর মো: রেজবিউল কবির।

এবি//দৈনিক দেশতথ্য//মে ৩০,২০২২//