Print Date & Time : 6 July 2025 Sunday 5:50 pm

কুষ্টিয়া সরকারী কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

 যথাযোগ্য মর্যাদায় শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কুষ্টিয়া সরকারি কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা , দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 শনিবার (১৬ ডিসেম্বর) কুষ্টিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।  

আলোচনা সভায় সকল বক্তারা বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতি তার বক্তব্যে সকল শহীদদের রুহের মাগফেরাৎ কামনা করেন। 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে শানিত হয়ে তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাস ছড়িয়ে দিতে হবে। তথ্য প্রযুক্তির যুগেও মুক্তিযুদ্ধের ইতিহাসে বর্তমান প্রজন্ম অনেক পিছিয়ে আছে। তাদেরকে ইতিহাস জানাতে হলে আমাদের পিছিয়ে থাকলে চলবে না। শুধু দিবস আসবে আর সেটা নিয়ে আলোচনা করেই দায় শোধ নয়। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ধারাবাহিক ভাবে তুলে আনতে হবে।

কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ড.মো: রোকনুজ্জামান ।

আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আনসার আলী, শিক্ষক পরিষদের সম্পাদক লাল মোহাম্মদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী ও প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।  

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ ডিসেম্বর ২০২৩