নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রােশদা বানুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, তাহেরা বেগম, সিনিয়র শিক্ষক নাদিরা খানম, জাহাঙ্গীর আলম সাইদুল ইসলাম, রেজাউল করিম, তাকিয়া সুলতানা, নিলীমা বিশ্বাস, মধূসুদন রায়, সাইদুল ইসলাম, মাহমুদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠন করা সম্ভব না।আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের বিনির্মাতা। তিনি আরও বলেন, মাধ্যমিক স্তরের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে পদার্পণ করতে যাচ্ছ তোমরা। আগামী এসএসসি পরীক্ষায় তোমাদের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদায়ী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত থাকতে এবং বাল্য বিবাহ রোধ করতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানের পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ ফেব্রুয়ারি ২০২৪