কুষ্টিয়া:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আজ বিকেল ৪টায় জেলা পরিষদ রবীন্দ্র-লালন উদ্যানে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নানা আয়োজনে ভরা এ অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থী ও অতিথিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মুকুল কুমার মৈত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, কুষ্টিয়া এবং জনাব আব্দুল লতিফ সেখ, উপ-পরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তর, কুষ্টিয়া।
আলোচনা সভায় বক্তারা পহেলা বৈশাখের ঐতিহ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের এ ধরনের সৃজনশীল ও সাংস্কৃতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক বাচ্চু এবং সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট শামিমুল হাসান অপু।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
এ ধরনের আয়োজন কুষ্টিয়ার সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে অভিমত ব্যক্ত করেন অংশগ্রহণকারী অতিথিরা।

Discussion about this post