কুষ্টিয়া সিটি কলেজে অভিভাবক সমাবেশ অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীনের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান মজনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ শহীদ হোসেন, অভিভাবক সদস্য মোঃ শফিউল আলম ছিদ্দিক ও মোঃ আবদুর রব মিয়া।
সিনিয়র লেকচারার মোঃ রহিদুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন অভিভাবক সমাবেশ ও শিক্ষা উন্নয়ন কমিটির আহবায়ক সিনিয়র লেকচারার সারথী রানী ঘোষ। বার্ষিক পরীক্ষা কমিটির আহবায়ক সিনিয়র লেকচারার মোঃ আশাদুল হক আসন্ন পরীক্ষা সম্পর্কে দিকনির্দেশনা দেন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাজী আবদুল খালেক জিহাদী, মোঃ শাহিন আলম, মোছাঃ রুবিনা আক্তার প্রমুখ।
অভিভাবক সমাবেশে সার্বিক সহায়তা করেন সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম, সিনিয়র লেকচারার মোঃ রুহুল আমীন, সিনিয়র লেকচারার মাহফুজা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৯,২০২২//

Discussion about this post