Print Date & Time : 16 September 2025 Tuesday 1:36 am

কুষ্টিয়া সিটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

কুষ্টিয়া সিটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান গতকাল (সোমবার) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সিটি কলেজের সভাপতি ও কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবুল কালাম সাজাদ। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস. এম. তৌহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ তানভীর ইসলাম ও জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), কুষ্টিয়া আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোহাঃ কামরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন, নবীন বরণ কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোছাঃ নার্গিস পারভীন ও সহকারী অধ্যাপক মোঃ আশাদুল হক। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ রনি আলম। জাতীয় সংগীত পরিবেশনের সময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছা জানানো হয়। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেন।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, কুষ্টিয়া সিটি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুস্মিতা ও জেরিন। অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীদের পরিবেশনায় মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস. এম. তৌহিদুজ্জামান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়ে গেছে। দায়িত্ব প্রাপ্তির পর বিগত নয় মাসে শিক্ষাখাতে সংস্কারের জন্য যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ আপ্রাণ চেষ্টা করছেন। যশোর বোর্ডের দুর্নীতি বর্তমানে শতকরা ৯৯ ভাগ কমেছে বলে তিনি জানান।