Print Date & Time : 16 April 2025 Wednesday 3:33 pm

কুষ্টিয়া সিটি কলেজে বাংলা নববর্ষ উদযাপন

কুষ্টিয়া সিটি কলেজের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়।
সকালে শিক্ষক-কর্মচারীরা কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শহর প্রদিক্ষণ করে

কালেক্টরেট চত্বরে এসে শোভাযাত্রা শেষ হয়।

নববর্ষ উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনার সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ও কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবুল কালাম সাজাদ।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন বিভাগের প্রফেসর ড. আবম সাইফুল ইসলাম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন সভাপতি মোঃ বজলুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস বিভাগের প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম,

ইবির আইন বিভাগের প্রফেসর খন্দকার তৌহিদুল আনাম তমাল ও ইবির বাংলা বিভাগের প্রফেসর গৌতম কুমার দাশ।
বক্তব্য রাখেন, কলেজের গণিত বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ রহিদুল ইসলাম। কুরআন তেলাওয়াত করেন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আশাদুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস।