Print Date & Time : 21 April 2025 Monday 5:30 pm

কুষ্টিয়া সিটি কলেজে শহিদ দিবস পালিত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে কুষ্টিয়া সিটি কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহা: কামরুজ্জামান। কুরআন তেলাওয়াত করেন গণিত বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ রহিদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আশাদুল হক।
স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আহবায়ক ব্যবস্থাপনা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ শাহজাহান সিরাজ।

বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আন্তাজ উদ্দীন, পৌরনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম, ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস, ইসলামের ইতিহাস বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ড. আরজুমান্দ আরা প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম। আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করেন সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকী।