কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক ৩টি অভিযানে অস্ত্র-গুলিসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসময় ভারতীয় ২৩,০০০ পিস চকলেট বাজি, ১টি মোটরসাইকেল, ১৮ বোতল বিদেশি মদ এবং ১,০৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ একজন চোরাচালানীকে আটক করা হয়।
রবিবার (৭ সেপ্টম্বর) বিকেলে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার নওদাপাড়া বাজারে, অভিযান চালিয়ে ইয়াসিন (৪০) নামে চোরাকারবারীকে ভারতীয় ২৩,০০০ পিস চকলেট বাজি ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। সে উপজেলার আব্দুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। জব্দকৃত মালামালের মূল্য ৭,২৫,০০০ টাকা।
একই দিন বিকাল ৩ টার দিকে মথুরাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আরোও একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০০ পিস ডেক্সামেথাসন ও ৪৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট আটক করা হয়, যার বাজারমূল্য ২,২৫,০০০ টাকা।
এছাড়াও ঐ দিন রাত সাড়ে ৮টার দিকে, উপজেলার বিলগাথুয়া বিওপি’র অধীনস্থ বিলগাথুয়া পূর্ব পাড়া মাঠ থেকে ১৮ বোতল ভারতীয় মদ এবং ৩২০ পিস সেনেগ্রা ট্যাবলেট জব্দ করে। যার বাজারমূল্য ১,২৩,০০০ টাকা।
ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’র পুথক তিনটি অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যের মূল্য ১০,৭৩,০০০ টাকা।
আটককৃত আসামী ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে সংরক্ষণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
এবিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

Discussion about this post