মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া সেক্টরের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১লা ডিসেম্বর ২০২৪) দুপুরে মিরপুর উপজেলাস্থ কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরে ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মারুফুল আবেদিন পিজিওএম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রিন্সিপাল কর্ণেল এসএম রাকিব ইবনে রেজওয়ান, যশোর ডিজিএআই’র কর্ণেল মোঃ সোহেল হাসান, ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ, যশোর সেক্টরের গ্রুপ কমান্ডার লেঃ কর্ণেল গোলাম রব্বানী, মিরপুর ৪৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুব মোর্শেদ, চুয়াডাঙ্গা বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামিল আক্তার, ৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিঃ যশোরের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুবুল আলম শিকদার, কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ শফিকুল ইসলাম ও সহকারী পরিচালক মেজর শামীম।
এসময় অন্যান্য’র মধ্যে মিরপুর উপজেলা পঃ পঃ কর্মকর্তা পিযুষ কুমার শাহা, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম, মিরপুর পল্লী বিদ্যুৎ’র ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, উপজেলা খাদ্য অফিসার জিন্নাত জাহানসহ কুষ্টিয়া প্রেস ক্লাব ও জেলা প্রেস ক্লাবের সাংবদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Discussion about this post