কুষ্টিয়া শহরতলী পৌরসভার ১৬ নং ওয়ার্ড বাড়াদি গ্রামে বিএনপির উদ্যোগে দুঃস্থ অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে বাড়াদী গ্রামের ঈদগা মোড়ে ১৬ নাম্বার ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১৬ নাম্বার ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার মিয়ারুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফ আলী, শহর শ্রমিক দলের জরিপ সর্দার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ আলী, শ্রমিক দলের নেতা শরিফ শেখ, যুবদল নেতা মিজান সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এসময় বিএনপি নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা আজ সকলের সামনে উপস্থিত থেকে গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে পেরে ভালো লাগছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্মম অত্যাচার আর নির্যাতনের কারণে আমাদের ইচ্ছা থাকলেও প্রকাশ্যে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারিনি। ৫ই আগস্ট এর পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি। এই দেশ রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। তাই আওয়ামী লীগের দুঃশাসনকে কবর দিয়ে এদেশে বিএনপি’র পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। -সংবাদ বিজ্ঞপ্তি

Discussion about this post