স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দুই হেভিওয়েট প্রার্থী মনোনয়ন ফিরে পাওয়ায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নির্বাচনী হাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে।
আপিল শুনানিতে মনোনয়ন ফিরে পেয়ে উচ্ছ্বসিত কুষ্টিয়া-১ আসনের দুই হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন- সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা পটল বিশ্বাস ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহা. ফিরোজ আল মামুন।
গত রোববার ও সোমবার ঢাকায় নির্বাচন কমিশনে হওয়া আপিল শুনানিতে এই দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে সংসদীয় আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত তালিকা জমা দিতে হয়। ওই তালিকায় অসংগতি থাকার কারণে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইয়ে এই দুই প্রার্থী বাদ পড়েন।
মনোনয়ন ফেরত পেয়ে উচ্ছ্বসিত এই দুই প্রার্থী ও প্রার্থীর সমর্থকেরা।উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা বলেন, এই আসনের জনগণ আমাকে মনে প্রাণে চায়। তাদের দোয়া ও ভালোবাসায় আমি মনোনয়ন ফিরে পেয়েছি।
এবার তাদের সাথে নিয়েই নির্বাচনী মাঠে লড়বো । বাবা আফাজ উদ্দিন আহমেদের বর্নাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ও নিজের ব্যক্তি ইমেজ কাজে লাগিয়ে বিজয় নিশ্চিত করবে বলে জানান তিনি। অন্য দিকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহা. ফিরোজ আল মামুন প্রার্থিতা ফিরে পাওয়ায় সন্তষ্টু প্রকাশ করে এই নির্বাচনে নিজেকে উপজেলার দক্ষিণ অঞ্চলের একমাত্র প্রার্থী দাবি করেন এবং বিগত সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকার সুবাদে ভোটারের ব্যাপক সাড়া পাওয়ার কথাও জানান তিনি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১১ ডিসেম্বর ২০২৩