জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র নৌকা প্রতীককে বড় ব্যবধানে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কামারুল আরেফিন এর ট্রাক প্রতীক বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।
গতকাল রবিবার (৭ জানুয়ারি) ভেড়ামারা উপজেলায় ৫০ টি ও মিরপুর উপজেলায় ১১১টি মোট ১৬১ টি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। হাসানুল হক ইনু তার নিজের উপজেলা ভেড়ামারার ৫০টি কেন্দ্রে নৌকা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৭’শ ৬৫ ভোট। আর কামারুল আরেফিন পেয়েছেন ৪২ হাজার ৫’শ ৫৯ ভোট। ভেড়ামারা উপজেলায় ৬ হাজার ৭’শ ৯৪ ভোটে পরাজিত হয়েছেন হাসানুল হক ইনু।
অন্যদিকে মিরপুর উপজেলায় ১১১টি কেন্দ্রে হাসানুল হক ইনু নৌকা প্রতীক পেয়েছেন ৫৫ হাজার ৭’শ ১৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন ট্রাক প্রতীক পেয়েছেন ৭৪ হাজার ৫’শ ১৭ ভোট। মিরপুর উপজেলায় ১৮ হাজার ৮’শ ৩ ভোটে পরাজিত হয়েছেন হাসানুল হক ইনু। সর্বমোট ফলাফল কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) হাসানুল হক ইনু নৌকা প্রতীক ৯১,৪৭৯ এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কামারুল আরেফিন এর ট্রাক প্রতীক ১,১৫,৭৯৯ ভোট পেয়েছেন। সুতরাং ট্রাক প্রতীক ২৪ হাজার ৩’শ ২০ বেশি ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ০৭,২০২৪//

Discussion about this post