Print Date & Time : 22 April 2025 Tuesday 11:39 pm

কুষ্টিয়া-২ আসনে লাঙ্গলের মনোনয়ন কিনলেন ডক্টর শহীদুল ইসলাম ফারুকী

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জন্য জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মিরপুরের কৃতি সন্তান বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিদ, সমাজসেবক ও আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত ইসলামিক স্কলার এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম ফারুকী। 

গতকাল রবিবার সকালে জাতীয় পার্টির বনানীস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। মনোনয়ন ফরম সংগ্রহ করে এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি গত এক দশক ধরে কুষ্টিয়া-২ আসনের জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। গত ২০ মার্চ আমি সৌদি বাদশাহর পক্ষে মিরপুরের ১ হাজার পরিবারের মাঝে ২৫ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছি৷ যা মিরপুরে এ যাবতকালের সবচেয়ে বড় ত্রাণ ছিলো। 

করোনা মহামারির সময় দেশি-বিদেশি সংস্থার মাধ্যমে আমি সাধ্যমতো কুষ্টিয়া-২ আসনের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি যা মিরপুর-ভেড়ামারার জনগণ অবগত আছেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, মসজিদে ওযুখানা নির্মাণ, অসহায়দের মাঝে ফ্রি টিউবওয়েল ও টয়লেট বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণসহ সব সময় গরীব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। 

 জনগণের জন্য সরকারী উন্নয়ন বরাদ্দের শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা এবং দেশি বিদেশি সংস্থার মাধ্যমে আরো বৃহৎ পরিসরে জনগণের সেবা করার জন্য আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই। আল্লাহ পাক আমাকে সুযোগ দিলে আমি জীবনের সবটুকু শক্তি দিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ। সেবার জন্য জনগণকে আমাদের কাছে আসার প্রয়োজন হবে না, আমরা সেবা নিয়ে জনগণের কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ।’

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ নভেম্বর  ২০২৩