Print Date & Time : 14 May 2025 Wednesday 8:44 am

কুষ্টিয়া-৩ আসনে ভোট কারচুপির প্রতিবাদসহ পুন:নির্বাচনের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া-৩ সদর আসনে ভোট কারচুপি ও সহিংসতার প্রতিবাদ এবং পুনরায় নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে ঈগল মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণুর কর্মী সমর্থকরা। 

বুধবার (১০জানুয়ারি) বেলা ১২টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ে সামনের এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। তিনি বলেন ৭জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনে নির্বাচিত এমপি মাহবুবউল আলম হানিফ ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। প্রায় প্রতিটি কেন্দ্রে তাঁর কর্মীবাহিনী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়, কর্মীদের মারধরসহ নানা অনিয়মের কথা বলেন তিনি। এসময় প্রশাসনের নির্লিপ্ততার কথাও উল্লেখ করেন তিনি। 

এসময় ঘন্টাব্যাপী সড়কে অবস্থান নেয় তার কর্মী সমর্থকরা। এতে সড়কের দুই পাশে কয়েক হাজার গাড়ি আটকা পড়ে। যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। 

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১০ জানুয়ারি ২০২৪