কুষ্টিয়া -৩ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক পার্টির সহ সভাপতি নাফিজ আহমেদ খান টিটু।
২২ নভেম্বর (বুধবার ) রাতে তিনি দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর হাতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধায় বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির নেতা নাফিজ আহমেদ খান টিটু , কুষ্টিয়া-১ আসনের মনোনয়ন ফরম পূরণ করে ইতোমধ্যে তিনি দলীয় কার্যালয়ে দলের মহাসচিবের কাছে জমা দিয়েছেন।
জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী নাফিজ আহমেদ খান টিটু জানান, দেশের মানুষ যেদিকেই তাকাবে সেদিকেই আমার উন্নয়নের ছোঁয়া দেখতে পাবে। এ কথাটি যিনি বলেছিলেন, তিনি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আজ আমাদেও মাঝে নেই। কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দক্ষ ও সফল রাষ্ট্রনায়কের সম্মানে অভিহিত এই ব্যক্তিত্বকে বলা হয় নতুন বাংলার স্বপ্নদ্রষ্টা। ক্ষমতাসীন হয়েই তিনি বললেন, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলার মানুষ তাই তাঁকে স্বতঃস্ফুর্তভাবে উপাধী দিয়েছে পল্লীবন্ধু। একজন দক্ষ প্রশাসক ও কবির স্বপ্ন একসঙ্গে একাকার হয়ে ছিলো বলেই তিনি হতে পেরেছেন গতিশীল, আধুনিক ও মানবতাবাদী মনের মানুষ। তিনি নিজের প্রজ্ঞা, জ্ঞান ও শিক্ষা দিয়ে গড়ে তুলতে চেয়েছেন নতুন বাংলাদেশ।
নানা সমালোচনা থাকলেও ক্ষমতায় থাকা অবস্থায় দেশ ও জনগণের কল্যাণে হুসেইন মুহম্মদ এরশাদের নেয়া উন্নয়ন কর্মকান্ড এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার দেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে সর্বস্তরের মানুষ বলে আমি মনে করি। যদি নিরপেক্ষ ভোট এই সরকারের অধীনে হয় আর সাধারন জনগন যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে জাতীয় পার্টি বিপুল ভোটে নির্বাচিত হবে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে দেশের সাধারণ মানুষ সহ সব দল নিরাপদ থাকবে বলে আমি মনে করি। এ উদ্দেশ্যে তিনি কুষ্টিয়া -৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ নভেম্বর ২০২৩