নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা -কুমারখালী উপজেলায় শোডাউন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার খান।
শুক্রবার (২২ আগষ্ট ) সকালে খোকসা বাসস্ট্যান্ড-সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখা অফিসের সামনে থেকে গাড়িবহর নিয়ে শোডাউন শুরু করা হয়।
শোডাউনটি কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন এলাকা এবং মূল শহর প্রদক্ষিণ শেষে আনোয়ার খানের বাসভবনে এসে শেষ হয়।
শোডাউন ও গণসংযোগে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মুফতি মোজাম্মেল হক কাসেমী, কুমারখালী উপজেলা শাখার সভাপতি ড. গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক, খোকসা পৌর শাখার সভাপতি আনিসুর রহমান সোনা সহ আরও অনেকে।
শোডাউন শেষে আলহাজ্ব আনোয়ার খান বলেন, ৫৪ বছরে যা হয়নি এবার তাই হবে। কুষ্টিয়া ৪ আসনের (খোকসা কুমারখালী) জনগনই হবে এমপি আর এমপি হবে খাদেম। প্রত্যেকের হক প্রত্যেকের বাড়ী পৌঁছে যাবে, ইনশাআল্লাহ
এল//দৈনিক দেশতথ্য //

Discussion about this post