Print Date & Time : 22 April 2025 Tuesday 11:33 am

কুষ্টিয়াতে এনআরবিসি বাংকের সুধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া ইবি থানাধীন হরিনারায়ণপুর জুংগলী বাজারে মোন্তাজ উদ্দীন টাওয়ার এনআরবিসি বাংকের শাখা করার সম্ভাবনাই প্রস্তাবিত বিষয় নিয়ে (১০ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুংগলী হরিনারায়ণপুরের কৃতি সন্তান এসকেআর ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর আহসান হাবিব ডাবলু’র সভাপতিত্ব, প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোডের পরিচালক (অর্থ) হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম নাসির উদ্দীন, এ.জি.এম (অর্থ) আয়েশা খাতুন, এনআরবিসি ব্যাংকের কুষ্টিয়া শাখার ম্যানজার মোশারফ হেসেন, ঝিনাইদহ হাটগোপালপুর শাখায় ম্যানজার রাসেল মেহেদী।

উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন CIP পারসন হরিনারায়নপুর লক্ষন জুট মিলের মালিক সুজিৎ কুমার ভট্রাচার্য্য, মিলের চেয়ারম্যান সুমিত কুমার ভট্রাচার্য্য, কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুমারখালী থানা আওয়ামীলিগের সহ-সভাপতি রফিকুল ইসলাম তোতা, দিশার উপ-সহকারী পরিচালক (ঋণ কর্মসূচী) বায়েজীদ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) জাহাঙ্গীর আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদশা মামুনুর রশিদ (মামুন), সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ফারুক, হরিনারায়ণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, হরিনারায়ণপুর বনিক সমিতির সাধারন সম্পাদ্ক নজরুল ইসলাম, জুংগলী বাজার সমিতির সভাপতি কাইয়ুম মোল্লা, হাফিজুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলিগের সহ-সভাপতিসহ আরও অনেকে।

উক্ত আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন হরিনারায়ণপুর বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক আঃ রহিম। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট পাট ব্যবসায়ি মোজাম্মেল হক, আজমল হোসেন, আঃ মান্নান।

অনুষ্ঠান শেষে (১১ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১টায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার পরিদর্শন কালে লালন সঙ্গীত উপভোগ করেন।