কুষ্টিয়া প্রতিনিধি : দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়ে অন্য ব্যান্ডের চাউল প্রস্তুত করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়া। আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে ও জেলা খাদ্য অফিসের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিজের মিলে অন্য ব্যান্ডের চাউল প্রস্তুত করার অপরাধে মেসার্স গ্রাম সরকার অটো রাইচ মিলকে ৫০হাজার ও ভিআইপি অটো রাইচ মিলকে ৫০হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবির নাথ চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Date & Time : 20 April 2025 Sunday 8:44 pm