Print Date & Time : 3 July 2025 Thursday 5:09 pm

কুষ্টিয়ার খোকসায় অগ্নিকান্ডে তিন কৃষকের সর্বস্ব পুড়ে ছাঁই

কুষ্টিয়ার খোকসায় রান্নার খড়ি (লাকড়ি) থেকে উৎপত্তি হওয়া আগুনে তিন সহোদর কৃষকের ৪টি ঘরসহ সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। গ্রামবাসী ও ফায়ার সার্ভিস কর্মিদের আধাঘন্টা পরিশ্রমে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

রবিবার দিনগত রাতে খোকসা উজেলার ১নং খোকসা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হেলালপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে কৃষক জয়নাল মোল্লা, আমীর হামজা মোল্লা ও মাসুদ মোল্লার যৌথ রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গৃহকর্তাদের ভাড়ার ঘরে। পরে গ্রামবাসী ও খোকসা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষণে কৃষকদের একটি শোবার ঘরসহ ৪টি ঘর আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক জয়নাল মোল্লা জানান, তারা ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আগুনে পোড়া গন্ধ আর বাঁশ ফাটার শব্দে তার ঘুম ভাঙ্গে। তখন দেখতে পান তার নিজের শোবার ঘরের টিঁনের চালে আগুন জ্বলছে। ঘর থেকে বাইরে বেড়িয়ে দেখেন তাদের ভাড়ার ঘর, গরুর ঘর ও রান্না ঘরে দাউদাউ করে আগুন জলছে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। ফারসার্ভিসকে খবর দেওয়া হয়। সবাই মিলে আগুন নিয়ন্ত্রন করেন।

জয়নাল মোল্লা বলেন, সন্ধ্যা ৭টার দিকে রাতের খাবার রান্না শেষ হয়। রান্নার পর বেঁচে যাওয়া খড়ি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ জুন ২০২৩