Print Date & Time : 27 August 2025 Wednesday 8:50 pm

কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিরুদ্ধে বিএনপির অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ

কুষ্টিয়ার খোকসায় বিজয় দিবসে বিএনপির দলীয় কার্যালয় থেকে দলীয় পতাকা নামিয়ে অফিসটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে খোকসা বাজারস্থ থানা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যালয়টি বন্ধ করে দেয় বলে দলটির নেতারা অভিযোগ করেন।

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে থানা বিএনপির অফিসটি খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করে স্থানীয় নেতারা। তারা এখান থেকে দলবদ্ধ হয়ে বিজয় র‌্যালী নিয়ে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এখানেই ঘটে বিপত্তি। প্রথমে থানা পুলিশ তাদের বাঁধা দেয়। একজন এসআইএর নেতৃত্বে পুলিশের একটি দল থানা বিএনপির কার্যালয়টির আশে পাশে অবস্থান নেয়।

পরে অফিস থেকে দলীয় পতাকাটি নামিয়ে থানা বিএনপির অফিসটি বন্ধ করে দিতে বাধ্য করে বলে স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু ঘটনার সময় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, পুলিশের চাপে দীর্ঘদিন ধরে থানা বিএনপির প্রধান কার্যালয়টি তালাবন্ধ রাখা হয়। মহান বিজয় দিবসের কর্মসূচি পালনের জন্য তারা সকালে অফিসটি খোলেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা শহীদ মিনারে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে মুখে পড়েন।

পরে পুলিশ তাদের দলীয় পতাকা নামিয়ে কার্যালয়টি বন্ধ করতে বাধ্য করে। ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশের এসআই মোজাম্মেল জানান, উপরের নির্দেশে তারা বিএনপির দলীয় পতাকা নামিয়ে অফিস বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমানের সাথে কথা বলা হলে তিনি জানান, এমনিতে তাদের উপর একটি থ্রেট রয়েছে। এ ছাড়া প্রধান দুই দল একত্রে ফুল দিতে গিয়ে যাতে এক না হয়। সেই জন্য চেষ্টা করা হয়েছে। তবে বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর নেতৃত্বে শহীদ বেদিতে তারা ফুল দিয়েছে। পাটি অফিস বন্ধের বিষয়ে বলেন, অফিসটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে।