Print Date & Time : 11 May 2025 Sunday 3:18 am

গড়াই থেকে বালু তুলে নেওয়ায় ভাঙনের শঙ্কায় জমি ও বাড়ি

কুষ্টিয়ার গড়াই নদীর শেখ রাসেল সেতুর নিচ থেকে বড় ট্রলারের মধ্যে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে। এতে করে নদীর পাড়ের বসত বাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে বিলিন হওয়ার ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদী থেকে অবৈধভাবে প্রতিদিন ভোর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রলারে দেশীয় ছোট ড্রেজার ও নদীর পারড় থেকে বিপুল পরিমান বালু তুলে বিক্রি করা হচ্ছে। যার ফলে একদিকে যেমন রাজস্ব ক্ষতি অন্যদিকে বাড়ছে ভাঙন।

স্থানীয়রা বলছেন কতিপয় প্রভাবশালীদের মদদে গড়ে উঠেছে বালু ব্যবসায়ী সিন্ডিকেট। এই চক্রটি ক্ষমতাসীন দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। তাদের বাহামভুক্ত লোকজন বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। স্থানীয়রা আরও বলেন যে কোনো সময় ধসে যেতে পারে আশেপাশের বাড়িঘর।

নদী ভাঙ্গন কবলিত এলাকাবাসী অভিযোগ করেন, বালু ব্যবসায়ী একটি মহল বন্যা মৌসুমে বড় ট্রলারে দেশীয় ড্রেজার বসিয়ে নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করে ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করছে। এসব ড্রেজার মেশিন বন্ধ করার জন্য জোর দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, গড়াই নদী শেখ রাসেল সেতু’র নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে মোবাইলকোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ২২,২০২২//