Print Date & Time : 10 September 2025 Wednesday 6:21 pm

কুষ্টিয়ার থানাপাড়ায় জেনোসাইড দিবস পালিত

শহিদ পরিবার, কুষ্টিয়ার উদ্যোগে থানাপাড়া জেনোসাইড দিবস গতকাল পালিত হয়েছে। এদিন পালন উপলক্ষে শদিদ পরিবার, কুষ্টিয়ার উদ্যোগে থানাপাড়া জামে মসজিদে বা’দ জোহর দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং বিকেলে ৫টায় রোটারি ফিজিওথেরাপি সেন্টারে বিশিষ্ট লেখক-গবেষক গওহার নাইম ওয়ারা সম্পাদিত “একাত্তর কুষ্টিয়া – থানাপাড়া ও অন্যান্য জেনোসাইড” গ্রন্থের মোড়ক উন্মোচন, স্বরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন শদিদ পরিবারের সিনিয়র সদস্য তপন বিশ্বাস। কুরআন তেলাওয়াত করেন  বাংলাদেশ নদী পরিব্রাজক দল, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। শহিদ পরিবারের বয়ান পাঠ করে শোনান রুবানা শাহ বানু।

বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার্স এন্ড কমার্সের পরিচালক শাকিল মোহাম্মদ কাদেরী, বীর মুক্তিযোদ্ধা ইয়ার উদ্দীন ও আমির খসরু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি মুকুল খসরু, শহিদ পরিবার, কুষ্টিয়ার নির্বাহী সদস্য মোঃ সহিদুল ইসলাম দিপু প্রমুখ। শহীদদের জন্য দোয়া করেন থানাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শদিদ পরিবার, কুষ্টিয়ার সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমান।

সভায় শহরের ছয় রাস্তার মোড়ে শহীদ স্মৃতি চত্বর এবং প্রত্যেক শহীদের বাড়ির সামনে একটি নামফলক স্থাপনের জন্য কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৮,২০২৩//