Print Date & Time : 22 April 2025 Tuesday 7:36 am

কুষ্টিয়ার দুই হাজার মানুষ পেল বসুন্ধরার কম্বল

শুক্রবার সকালে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এবং কালের কন্ঠ শুভ সংঘের আয়োজনে জেলার বিভিন্ন  উপজেলায় দুস্থ ২০০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

সকালে এসব কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার। এসময় তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের উপহার শীতার্তদের জন্য উপকারে আসবে। 

কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসন্ধুরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান স্যারের ব্যক্তিগত প্রচেষ্টায় আমরা সারাদেশে দেড় লাখ কম্বল বিতরণ করছি। যাতে শীতার্ত মানুষগুলোর কষ্ট একটু হলেও লাঘব হয়। বসুন্ধরা গ্রুপের এই উপহার কুষ্টিয়ার ২ হাজার মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। ভবিষ্যতে শুভসংঘের মাধ্যমে মানবিক সকল কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।