Print Date & Time : 26 August 2025 Tuesday 7:57 pm

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে জাকির মোল্লা (৪৫) নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

আজ মঙ্গলবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাকির মোল্লা শাহাপুর গ্রামের আরব আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসি জানান, একই এলাকার আবু মন্ডলের কিছু কৃষি জমি জবর দখল করে রাখার অভিযোগ ছিল জাকির মোল্লার বিরুদ্ধে। আবু মন্ডল অনেক দেন দরবার করেও ওই জমি দখলমুক্ত করতে পারেননি।

এবার ওই জমিতে মরিচ চাষ করেছিলেন জালাল মোল্লা। আজ সকালে জালাল মোল্লা ওই ক্ষেতে গেলে আবু মন্ডলের লোকজন তার ওপর হামলা চালান। এ সময় প্রতিপক্ষ ধারালো হাসুয়া দিয়ে তাকে উপর্যপুরি কোপায়। এতে ঘটনাস্থলেই মারা যান জালাল।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জালাল মন্ডলের লোকজন প্রতিপক্ষের চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত জালালের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কাজের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় ১৩টি মামলা রয়েছে পুলিশ জানিয়েছে পুলিশ। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই জালাল মোল্লা স্থানীয় নেতাদের ছত্রছায়ায় থেকে এলাকার মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালান।

পরে ক্ষমতার পালা বদল হলে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছাতার তলে এসে তার সন্ত্রাসী কর্মকান্ড জারি রাখেন।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ এবং নানা অপকর্মের প্রতিশোধ নিতেই প্রতিপক্ষের লোকজন জালাল মোল্লাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকার আইন-শৃঙ্খলার অবনতি না হয় সে কারণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ মে ২০২৩