কুষ্টিয়া ভেড়ামারায় তুষার মন্ডল জিম (২৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে ভেড়ামারা উপজেলা শহরের প্রফেসর পাড়ার বাসিন্দা রুবেল অটোর বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক একই এলাকার বাসিন্দা ফজলুর রহমানের ছেলে তুষার মন্ডল জিম।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মঙ্গলবার সকালে প্রফেসর পাড়ার বাসিন্দা ব্যবসায়ী গোলাম মোস্তফা রুবেলের বাড়িতে সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে ভেড়ামারা থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ‘কে বা কাহারা পূর্ব শত্রæতার জেরে ধারালে অস্ত্রের আঘাতে ওই যুবককে হত্যা করে ঘটানস্থলে লাশ ফেলে যায়। তবে ঠিক কি কারণে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত থাক তাদের গ্রেফতার করা হবে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ জুন ২০২৩

Discussion about this post