কুষ্টিয়ার মিরপুরে পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম শেখ (৪৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১জুলাই) দুপুরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া পাটক্ষেতের মধ্যে থেকে তাঁর লাশ উদ্ধার হয়। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আকরাম শেখ উপজেলার উত্তর কাটদহ রেলগেট এলাকার মোশারফ শেখের ছেলে।
ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার চিথলিয়া পাটক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম হোসেনের লাশ উদ্ধার করা হয়। তার মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তবে তাঁর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করে পাট ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কে বা কারা খী কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ জুলাই ২০২৩

Discussion about this post