Print Date & Time : 10 May 2025 Saturday 3:17 pm

কুষ্টিয়ার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মো. আব্দুল জব্বার

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইউএনও মো. আব্দুল জব্বার ২০২১-২০২২ অর্থ বছরে জেলা প্রশাসক কর্তৃক শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন।

আবারও দায়িত্ব ও কর্তব্যের যথাযথ সমন্বয়ে জাতীয় শিক্ষা প্রদান পদক ক্যাটাগরিতে কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন দৌলতপুর উপজেলার ইউএনও মো.আব্দুল জব্বার। সংশ্লিষ্ট সকলের নিকট হতে জানা যায়, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিয়মিত স্কুল পরিদর্শন, স্কুলের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরন ও সমাধান প্রদান, শিক্ষকদের সাথে মাসিক সভায় অংশগ্রহণ, ইউএনও বৃত্তি চালুকরন, প্রতিবন্ধি ছাত্রদের সহায়তা প্রদান, নির্মিত/নির্মাণাধীন স্কুলের অবকাঠামো নিয়মিত তদারকি, জরাজীর্ণ ভবনের সংস্কার/উন্নয়নে পদক্ষেপ গ্রহনসহ নানা ভাবে অবিরত কাজ করে চলেছেন।

স্কুলে নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়া রোধে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস কাজ করছেন। প্রাথমিক স্থরের ছাত্র ছাত্রিদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে উজ্জিবিত করছেন। শিক্ষকদের কোন অসুবিধা থাকলে তা তিনি ভালভাবে শুনে সমাধান দিচ্ছেন। ইতোমধ্যে, তিনি উপজেলা চত্তর পরিস্কার পরিচ্ছনতা রাখার উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্কুলের ক্যাম্পাস পরিস্কার রাখার জন্য সকল শিক্ষককে অনুরোধ জানিয়েছে। কোন স্কুলে জায়গা থাকলে ফুলের গাছ ও বৃক্ষরোপনে উজ্জিবিত করছেন প্রতিনিয়ত।

দৈনিক দেশতথ্য//এল//