Print Date & Time : 22 April 2025 Tuesday 9:12 am

কুষ্টিয়ার স্কুলে রোটারি ক্লাবের পুরস্কার বিতরণ

কুষ্টিয়া রোটারি ক্লাবের শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল ৬ নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট আবু হাসান লিটন আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট নমিনি (২০২৪-২৫) কেএম রুয়াইম রাব্বি, সেক্রেটারি তুষার বাবু রতন, ডাঃ বিশ্বনাথ পাল, অধ্যাপক অজয় মৈত্র, স্কুল ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি মোঃ রইচ-উর রহমান, শিক্ষক প্রতিনিধি হোসনেয়ারা জামান প্রমুখ।

প্রধান শিক্ষক আখতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি লেফটেন্যান্ট গভর্নর মোঃ ওবাইদুর রহমান।

রোটারী ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট আবু হাসান লিটন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের লেখা পড়ায় মনোযোগী হওয়ার জন্য এই উদ্যোগ। আগামী দিনও  এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণি থেকে ৩জন করে মোট ১৮জনকে পুরস্কার প্রদান করা হয়।  

এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৯,২০২২//