কুষ্টিয়া: কুষ্টিয়ায় বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচীর আওতায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের রঞ্জিতপুর এলাকায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান এর মাধ্যমে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। আত্ম কর্মসংস্থান সৃষ্টি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সরকার গ্রহন করেছে বেকার যুবক ও যুব মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী। যাতে করে বেকার যুবক ও যুব মহিলারা বিভিন্ন ধরনের কাজের উপর প্রশিক্ষণ গ্রহন করে নিজেরাই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।
স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র সভাপতি সাদিক হাসান রহিদের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছানোয়ার হোসেন মোল্লা।
এছাড়াও কুষ্টিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আউয়াল, প্রশিক্ষিত আত্মকর্মী আবুল হোসেন, ৫নং নম্বর ওয়ার্ডের মেম্বার মো: সবুর আলম, স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র সহ-সভাপতি ফারছা নাহার নৌশি,সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক প্রমুখ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০ জন বেকার যুবক ও যুব মহিলাদের নিয়ে সপ্তাহব্যাপী গাভী পালন প্রশিক্ষণ কোর্স উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। যাতে করে বেকার যুবক ও যুব নারীরা নিজেরাই আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post