কুষ্টিয়া শহরে হাউজিং চাঁদাগাড়া মাঠে শাটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার মামলায় আবুল হোসেন (৫০) নামে এক জনকে ২০ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর পুলিশী পাহাড়ায় তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।
সাজাপ্রাপ্ত হলেন সদর উপজেলার মিলপাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আবুল হোসেন ওরফে আকরাম।
মামলা সূত্রে জানা যায় গত ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানাধীন হাউজিং চাঁদাগাড়া মাঠ এলাকার কবরস্থানের দক্ষিণ পাশে একজন দুস্কৃতিকারী অস্ত্র সহ অবস্থান করছে এমন খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গেলে অভিযুক্ত ব্যক্তি একটি বাজার করা ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে গেলে তাকে আটক করে পুলিশ এবং ঐ বাজার করা ব্যাগে তল্লাশী করে দেশীয় তৈরি শাটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় এস আই (নিঃ) ফারুক হোসেন বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখার এস আই সাহেব আলী তদন্ত শেষে ২০১৮ সালের ৩০ অক্টোররে অভিযুক্তর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
অস্ত্র মামলায় আদালতের এই রায়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামী বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দোহাতীত প্রমানিত হওয়ায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৩ মে ২০২৩

Discussion about this post