কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল টাকিমারা নজরুলের বাড়িতে গত বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় বাড়ির পশ্চিম ভিটায় পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে ঐ বাড়ির ৪টি ঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়। ঘরে থাকা টিভি, ফ্রিজ, ৩টি খাট, ফ্যান সহ আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। রাতেই কুষ্টিয়ার ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন।
মাতৃছায়া বাড়ির মালিক নজরুল ইসলাম জানান, সে ও তার পরিবার দীর্ঘদিনর বাড়িতে থাকেন না। তারা কুষ্টিয়ায় বসবাস করেন। তার এলাকায় রয়েছে দুইটি সামাজিক দল। পূর্ব শত্রুতার জের ধরে সুপরিকল্পিত ভাবে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। গেটের সামনে তালা দেওয়া থাকলেও আগুন নিভাতে গিয়ে লোকজন দেখতে পায় বাড়ির মধ্য থেকে গেটে ছিটকিনি দেওয়া।
স্থানীয় প্রতিবেশী চুমকী খাতুন জানান, আয়েশা আবেদ ফাউন্ডেশন ব্যারাকের অস্থায়ী অফিস ছিলো এখানে। রাত সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘন্টা এই বাড়িতে আগুন জলে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
বাড়ীর মালিক নজরুল ইসলামের দাবী তদন্ত করলেই বেড়িয়ে আসবে কারা এই বাড়িতে আগুন দিয়েছে।
কে//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৪,২০২২//

Discussion about this post