Print Date & Time : 21 August 2025 Thursday 4:08 pm

কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।\অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। অতিরিক্ত
জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল আলম টুকুসহ অন্যান্যরা।
এসময় কয়েকশতাধিক নারী, এনজিও সংস্থার প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//