কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজের ফেসবুক পেজে পর্নো ভিডিও ও ছবি পোস্ট করা হয়েছে। পেজটি হ্যাক করে এসব ভিডিও ও ছবি আপলোড করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মিরপুর থানায় কলেজ কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছে। গত ২৮ মে থেকে পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। সে সময় থেধকেই পেজটিতে হ্যাকাররা নানা রকম আপত্তিকর ছবি ভিডিও আপলোড করে চলেছে। এ বিষয়ে আইনশৃংখলা বাহিনী ও পুলিশের ক্রাইম ইউনিয়টের সাথে যোগাযোগ করেও গত এক মাসে এর কোন সুরাহা হয়নি।
কলেজের রসায়ন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান সমকালকে বলেন, “করোনাকালে কলেজ বন্ধ থাকায় অনলাইন ক্লাস চালু রাখার জন্য ‘আমলা সরকারী কলেজ, মিরপুর, কুষ্টিয়া’ একটি ফেসবুক পেজ খোলা হয়। অনলাইন ক্লাস আপলোড ও কলেজের প্রয়োজনীয় তথ্য এই পেজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই পেজের সঙ্গে যুক্ত আছেন। গত ২৮ মে হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পারি। হ্যাক হওয়ার পর থেকে অশ্লীল ছবি-ভিডিও আপলোড হতে থাকে। কলেজের অফিসিয়াল ফেজবুক পেজে এ ধরনের ভিডিও-ছবি দেখে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সবাই বিব্রত। বিষয়টি নিয়ে অনেকে হাসাহাসি করছেন। এতে করে কলেজের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।’
কলেজের একজন বর্তমান শিক্ষার্থী নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘পড়ালেখা সংক্রান্ত নানা ধরনের তথ্য ও কনটেন্ট এই পেজ থেকে পেয়ে থাকি। কিন্তু হঠাৎ করেই পেজটিতে আপত্তিকর ভিডিও-ছবি চলে আসছে। এতে করে আমরা সবাই বিব্রত হচ্ছি।’
আমলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাদশা জাহাঙ্গীর সমকালকে বলেন, ‘হ্যাক হওয়ার বিষয়টি জানার পর মিরপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। পরে কুষ্টিয়া পুলিশের ক্রাইম ইউনিটের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষর্থী-অভিভাবকদের কাছ থেকে নিয়মিত ফোন পাচ্ছি।। এতে করে কলেজের মান ক্ষুন্ন হচ্ছে।’
এ বিষয়ে এক্সপার্টদের সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ প্রফেসর মো. বাদশা জাহাঙ্গীর।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে একটি সাধারন ডায়েরি করেছে। বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবগত করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকেও তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ জুলাই ২০২৩

Discussion about this post