Print Date & Time : 3 July 2025 Thursday 10:50 pm

কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলের পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে ৩০ জন।
সোমবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার ও বশীগ্রাম ব্রিজ এলাকায় কয়েক ঘন্টা ধরে এ সংঘর্ষ চলে।
আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে।
ঘটনার পর থেকে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর গ্রুপের সাথে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিঞা গ্রুপের বিরোধ চলে আসছে। যে কোন ঘটনায় এলাকায় দুটি পক্ষ একে অপরের বিরুদ্ধে অবস্থান নেয়।
গত রোববার পান্টির ডাঁসা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সুমন মিঞা গ্রুপ প্যানেল জয় লাভ করে। এ নিয়ে উত্তেজনা চলছিল এলাকায়। এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিজয়ী গোলাম নবী বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম দুলালকে কটুক্তি করে। এ সময় মামুনের সমর্থকরা গোলাম নবীকে পিটিয়ে আহত করে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর বলেন, স্কুল নির্বাচন ও পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ‘ স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখনও কোনো পক্ষ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়নি।

দৈনিক দেশতথ্য//এল//